Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাকারীরা প্রায় চিহ্নিত, শুধু ঘোষণা বাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ১৬:৫৭

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের চিহ্নিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার দাবি- খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি, আমাদের শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা কিছু শুনেছি, আপনারা যা শুনেছেন। আমরা সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারব সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না।’

এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি। ওই বর্ডার এলাকাটা সন্ত্রাসকবলিত। সে ওই এলাকারই সংসদ সদস্য।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, সে বিষয়ে সুনিশ্চিত না হয়ে আমাদের কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে কাজ করছি, যেন আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা নিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে মরদেহ এখনও উদ্ধার করতে পারেনি। আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করা যাচ্ছি।’।

মন্ত্রী আরো বলেন, ‘একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে। এ বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। আশা করি, অল্পসময়ে আপনাদের কিছু জানাতে পারব।’

বিজ্ঞাপন

ভারতীয় পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গত ১৩ মে নিউটাউনের এক বাসায় শ্বাসরোধ করে সংসদ সদস্য আনারকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের তিনজন ও কলকাতায় একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
ঝিনাইদহের এমপি পরিকল্পিত খুনের শিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বাবার হত্যাকারীদের ফাঁসি চাই— নিহত আনোয়ারুলের মেয়ে
ফ্ল্যাটে এমপি আনোয়ারুলের লাশ পাওয়া যায়নি: পররাষ্ট্রমন্ত্রী
এমপি খুন কলকাতায়, মেয়ের মামলা ঢাকায়
এমপি আজীম অপরাধী হলে অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না?
৫ কোটি টাকা চুক্তিতে এমপি আজীমকে হত্যা— নেপথ্যে বন্ধু শাহীন
এমপি আনোয়ারুল হত্যার প্রমাণ মিললেও লাশ মেলেনি— যা জানা গেল সবশেষ

সারাবাংলা/জেআর/একে

আসাদুজ্জামান কামাল এমপি আজীম আনার এমপিকে খুন ঝিনাইদহ-৪ স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর