বন্ধুদের আড্ডায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২
২৫ মে ২০২৪ ১৭:৪২
ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর পাটগুদাম হাজী কাসেম আলী কলেজের পাশে পূর্ব শত্রুতার জেরে বন্ধুদের আড্ডায় ছুরিকাঘাতে হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ দুই জনকে আটক করেছে।
আটকরা হলো পাটগুদাম ইসলামবাগের আব্দুর রহমানের ছেলে মো. রাকিব হাসান (২০) ও বাবুল মিয়ার ছেলে মো. হান্নান (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৪ মে) রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বিহারি ক্যাম্প এলাকার হাজী কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিল হাসান ও তার বন্ধুরা। রাত ৯টার দিকে হঠাৎ ৩০-৪০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে হাসান, তার বন্ধু রোহিত আহমেদ ও মো. রাজা আহত হয়। হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
আহত রোহিত ও রাজাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহত হাসান পাটগুদাম বিহারী ক্যাম্পের প্রয়াত মাসুদ মিয়ার ছেলে, সে নগরীর স্টেশন রোড এলাকায় তালা-চাবির কাজ করতো।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলা নিয়ে বিরোধে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারের পর প্রকৃত ঘটনা বলা যাবে।’
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. ফারুক হোসেনের অভিযানিক দল অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে শনিবার (২৫ মে) আটক করেছে।
সারাবাংলা/এমও