Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় মৎস্য ঘেরে ভাসছিল অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ২০:০০

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাতপরিচয় যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মরিচ্যা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধার যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ২০ থেকে ২২ বছর হবে।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, সকালে উপজেলার মরিচ্যা বাজারসংলগ্ন আলী হোসেন, মিজান, নুরু ও রোশন আলীর মালিকানাধীন মৎস্য ঘেরে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে পানিতে উপুড় হয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, পানিতে যুবকের হাত-পা খোলা ছিল। তার পরনে ছিল অর্ধহাতা গেঞ্জি আর লুঙ্গি। তবে মৃত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি নিছক কোনো দুর্ঘটনা তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। মৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ

উখিয়া উদ্ধার ভাসমান যুবক লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর