Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্রি শুরু হলেও জমেনি পশুর হাট

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ২২:৩৭

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২০টি কোরবানির পশুর হাট বসেছে। হাটগুলোতে এরইমধ্যে কোরবানির পশু আসা শুরু হয়েছে। এ সব হাটে গতকাল বৃহস্পতিবার থেকে বেচাবিক্রি শুরু হলেও এখনও সেভাবে জমে ওঠেনি। কোরবানির পশুর এই হাটগুলো ঈদের দিন পর্যন্ত চলবে।

সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, এ বছর ঢাকা উত্তর সিটির ছয়টি হাটে ক্যাশলেস ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকছে। আর দক্ষিণ সিটি করপোরেশনের সব কটি হাটেই এই ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

এবার ঢাকা দক্ষিণ সিটির ডেমরার সারুলিয়াতে করপোরেশনের স্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি ব্যবস্থা থাকছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১০টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি আরও আটটি স্থানে অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটির হাটগুলো হচ্ছে— সারুলিয়ায় সিটি করপোরেশনের স্থায়ী পশুর হাট। অস্থায়ী হাটগুলো হচ্ছে— খিলগাঁও রেলগেট মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি, জায়গা, বনশ্রীর মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগে রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটির স্থায়ী পশুর হাট হচ্ছে— গাবতলী পশুর হাট। অস্থায়ী আটটি হাট হচ্ছে— উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মধ্যে মন্ত্রল চেকপোস্টের পাশে পশ্চিম পাড়ার খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাটারার সুতিভোলা খালের কাছের খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কের পাশের খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা ব্লুইসগেট পর্যন্ত খালি জায়গা ও দক্ষিণখানের জামুন এলাকার খালি জায়গা।

যেসব হাটে ক্যাশলেস ডিজিটাল লেনদেনের ব্যবস্থা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি হাটে এবার ক্যাশলেস ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। ছয়টি হাট হচ্ছে— উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর তৎসংলগ্ন পর্যন্ত খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) খালি জায়গায়, ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গায় (ভাটারা সুতিভোলা), মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা ও মিরপুর গাবতলী গবাদিপশুর হাট।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের সব কটি হাটেই এ ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীর হাটে দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্রেতাদের ভিড় চোখে পড়েনি। হাটে প্রচুর পরিমাণে কোরবানির পশুর উঠলেও বেচাকেনা সেভাবে শুরু হয়নি।

বিক্রেতারা বলছেন হাটে বড়, মাঝারি ও ছোট গরুসহ কোরবানির পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা কম। তবে ক্রেতারা বলছেন বাজেট অনুযায়ী ছোট ও মাঝারি গরু দামে মিলছে না হাটে। হাটের ইজারাদার পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির পশুর বেচাকেনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ ছাড়া নির্বিঘ্নে কোরবানির পশু বেচাকেনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

ইজারাদার ঈদুল আজহা কোরবানি কোরবানির পশু টপ নিউজ পশুর হাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর