Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএস ক্যাডার ছেড়ে সাব-রেজিস্ট্রার হলেন বেতার কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ২১:২০

ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের চাকরি ছেড়ে নন-ক্যাডার সাব-রেজিস্ট্রার হয়েছেন আদনান ফেরদৌস নামের এক কর্মকর্তা। বিসিএস তথ্য ক্যাডারের এই কর্মকর্তা ৪১তম বিসিএস নন-ক্যাডার মাধ্যমে সম্প্রতি সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ- সচিব মোহাম্মদ গোলাম আজম স্বাক্ষরিত সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা, আদনান ফেরদৌস, সহকারী বেতার প্রকৌশলী, গবেষণা ও গ্রহণ কেন্দ্র, বাংলাদেশ বেতার, ঢাকা ৪১তম বিসিএস এর মাধ্যমে নন-ক্যাডার সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ লাভ করেছেন। ওই পদে যোগদানের জন্য তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৫ জুন অপরাহ্নে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বিজ্ঞাপন

জানা যায়, বিসিএসে উত্তীর্ণ হয়ে বেতারে যোগ দিয়ে ১০ বছরেও পদোন্নতি হয় না। এতে ওই কর্মকর্তাদের মর্যাদার সংকটে ভুগতে হয়। এ কারণে অনেক কর্মকর্তা তথ্য ক্যাডার ছেড়ে দেওয়ার কথা ভাবতে বাধ্য হন।

সারাবাংলা/জেআর/একে

তথ্য কর্মকর্তা নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন বিসিএস সাব রেজিস্ট্রার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর