Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৪ ১৮:৪৩

নরসিংদী: নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়ে পাঁজন আহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন— সদর মডেল থানায় কর্মরত সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১), ফারুক আহমেদ (৪৫) ও ফারুক মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরেই অলিপুর অঞ্চলের ইসমাইল কোম্পানি ওশাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাত থেকেই বিরোধ বাড়তে বাড়তে বুধবার সকালে তা সংঘর্ষে রুপ নেয়। সকাল সাড়ে ১১টার দিকে তারা ফের সংঘর্ষে জড়ালে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গুলিবিদ্ধরা গ্রেফতারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, দুই পক্ষের গোলাগুলিতে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

আধিপত্য বিস্তার নরসিংদী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর