Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় ধস কেড়ে নিল ঘুমন্ত দম্পতির প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৪ ১৩:১৭

পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন আনোয়ার ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহত স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)। আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মাইমুনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৯

স্বজনদের বরাত দিয়ে হেলাল উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। এদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় এক খণ্ড মাটি পড়ে। স্বামী-স্ত্রী দুজনই মাটিচাপা পড়ে মারা যান।

পৌর কাউন্সিলর আরও বলেন, ঘটনার পর আনোয়ারের মায়ের চিৎকারে স্থানীয়রা গিয়ে মাটিচাপা অবস্থায় দুজনকে উদ্ধার করেন। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বর্ষার এই মৌসুমে কক্সবাজার পাহাড় ধস নতুন কিছু নয়। গত বুধবার (১৯ জুন) ভোরেও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক চারটি স্থানে পাহাড় ধসে ৯ জন প্রাণ হারিয়েছেন। এ পরিস্থিতিতে পাহাড়ি এলাকাগুলোতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

সারাবাংলা/টিআর

কক্সবাজার টপ নিউজ পাহাড় ধস পাহাড় ধসে মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর