জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোস্তাকিম হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই ) সকালে উপজেলার টিএনটি এলাকার জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম হোসেন পাঁচবিবি উপজেলার পাটাবোকা গ্রামের রহুল আমিনের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে মোস্তাকিম তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাছ কেনার জন্য পাঁচবিবি বাজারে যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ট্রাক্টর তার মোটরসাইকেলেটিকে ধাক্কা দেয়। এতে মোস্তাকিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।