রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
১০ জুলাই ২০২৪ ২২:১০
রাজশাহী: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (৪৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) ভোরে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেতুলতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন জয়পুরহাট জেলার সদর থানার পেঁচুলিয়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। ২০২২ সালের ৩১ মে মোহনপুর থানায় যোগদান করেন তিনি।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহনপুর থানা পুলিশের একটি দল টহল ডিউটি করছিল। তারা রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেতুলতলা কালভার্টে পৌঁছালে টহল গাড়ীর সামনে একটি অটোভ্যানের চালক ডানদিকে ঘোরার চেষ্টা করে। এসময় টহল গাড়ির চালক তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেন।
এসময় টহল গাড়ির পেছনে বসা কনস্টেবল মারুফসহ কনস্টেবল আব্দুর রাজ্জাক গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তারা আহত হন। আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।
সারাবাংলা/এনইউ