বিতর্কিত পেনাল্টি নিয়ে ক্ষুব্ধ নেদারল্যান্ডস কোচ
১১ জুলাই ২০২৪ ০৯:৩৫
ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর সেমিতে এগিয়ে গিয়েও অন্তিম মুহূর্তের গোলে হৃদয়ভঙ্গ হয়েছে তাদের। ৯০তম মিনিটে গোল হজম করে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ১৮ মিনিটে পাওয়া ইংল্যান্ডের সেই পেনাল্টি। বিতর্কিত এক পেনাল্টি থেকে গোল করেই ম্যাচে সমতা ফিরিয়েছিলেন হ্যারি কেইন। ম্যাচ শেষে ডাচ কোচ রোনাল্ড কোম্যান বলছেন, ভিএআরের এমন বাজে সিদ্ধান্ত ফুটবলকেই ধ্বংস করছে।
৭ মিনিটের মাথায় সিমন্সের গোলে ম্যাচে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। ১৮ মিনিটে বক্সের ভেতর ইংলিশ অধিনায়ক কেইনকে ফাউল করার অভিযোগে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিজের করা সেই ফাউল নিয়ে ছিল নানা প্রশ্ন। তিনি কেইনকে ফাউল করেছেন না কেইনের শট ঠেকাতে চেয়েছেন, সেটা নিয়েই দ্বিধায় ছিলেন রেফারি। শেষ পর্যন্ত ভিএআরের সাহায্য নেন রেফারি। বেশ কিছুক্ষণ রিপ্লে দেখার পর ভিএআর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
রেফারির এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে পারছিলেন না ডাচ ফুটবলাররা। মাঠে এর প্রতিবাদও করেছেন তারা। ম্যাচ শেষে কোম্যান বলছেন, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এমন বাজে সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না, ‘এটা কোনভাবেই পেনাল্টি ছিল না। ডিফেন্ডার তো শুধু কেইনের শট ঠেকাতে গিয়েছে। কেইন শট নেওয়ার সময়েই ধাক্কা লেগে পড়ে গিয়েছে। ভিএআরের এমন বাজে সিদ্ধান্ত ফুটবলকে ধ্বংস করছে। ইংল্যান্ড কোনভাবেই পেনাল্টি পায় না। ডিফেন্ডার শট না ঠেকিয়ে করবেটা কি?’
পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হয়নি ডাচদের। হারের পর কোম্যান বলছেন, এই ডাচ দল ভবিষ্যতে আরও ভালো করবে, ‘এই দলটা ভবিষ্যতে ভালো করবে। আমি এই দলকে নিয়ে গর্বিত। ইংল্যান্ড ভালো খেলেছে। তবে আমরা বেশি ভালো দল ছিলাম মাঠে। তবে ৯১ মিনিটে গোল খেলে সেটার জবাব আসলে দেওয়া সম্ভব নয়।‘
সারাবাংলা/এফএম