Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১২:৩০

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস (২৬) নামে আরকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) এক শীর্ষ কমান্ডারকে আটক করেছে। তার কাছ থেকে দুটি জি-৩ রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকে এ অভিযান চালানো হয়।

মোহাম্মদ ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের এ/১৫ সাব ব্লকের বাসিন্দা মৃত হাসান আহমেদের ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের অভ্যন্তরে চলমান যুদ্ধফেরত ও সন্ত্রাসী সংগঠন আরসা সদস্য মোহাম্মদ ইলিয়াসের অবস্থানের খবর পায় এপিবিএন। এর ভিত্তিতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক ইলিয়াস আরসার শীর্ষ কমান্ডার। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

সারাবাংলা/ইআ

আরসা কমান্ডার রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর