Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী নিয়োগ পেলেন হাইকোর্টের ৯ বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৪ ১৪:০৫

ঢাকা: হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তবে দু’জনকে স্থায়ী করা হয়নি। এই দুই জনকে আরও ৬ মাস অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থায়ী হওয়া ৯ জন হলেন– বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।

তবে অতিরিক্ত বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনকে স্থায়ী করা হয়নি। তাদের আরও ৬ মাস অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

স্থায়ী হওয়া ৯ বিচারপতিকে বিকেলে শপথ পড়াবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সারাবাংলা/কেআইএফ/এমও

বিচারপতি স্থায়ী নিয়োগ হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর