ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক থেকে আর্জেন্টিনার বিদায়
৩ আগস্ট ২০২৪ ০৮:৩৪
প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হেরে অলিম্পিকের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। পরের দুই ম্যাচ জিতে অবশ্য কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল আর্জেন্টিনা।
ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাত্র ৫ মিনিটের মাথায় গোল হজম করে আর্জেন্টিনা। ইয়ান ফিলিপে মাতেতার ওই একমাত্র গোলেই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে পৌঁছে গেছে ফ্রান্স। ম্যাচের পুরোটা সময় আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচ শেষে ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবলার ও স্টাফদের মাঝে হয়েছে ব্যাপক হাতাহাতি ও ধ্বস্তাধস্তি। শেষ বাঁশি বাজার পর অনেকটা সময় ধরেই চলে এই অবস্থা। নিরাপত্তাবাহিনীর অনেক প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্য কোয়ার্টার ফাইনালে মরক্কো ৪-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে, স্পেন ৩-০ গোলে জিতেছে জাপানের বিপক্ষে। টাইব্রেকারে মিসর হারিয়েছে প্যারাগুয়েকে।
সেমিতে স্পেনের প্রতিপক্ষ মরক্কো, ফ্রান্স খেলবে মিসরের বিপক্ষে।
সারাবাংলা/এফএম