এটা দেখার আগে মৃত্যু হলে অনেক ভালো হতো: কাদের সিদ্দিকী
৭ আগস্ট ২০২৪ ১৬:২৫
ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনোমতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি যেভাবে জ্বলতে-পুড়তে দেখলাম, এটি দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।
বুধবার (৭ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, নিশ্চয়ই আওয়ামী লীগ অনেক অন্যায় কাজ করেছে। কিন্তু শেখ মুজিব তো কিছু করেন নাই, সে বাঙালি জাতিকে অনেক সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংসযজ্ঞ ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।
তিনি বলেন, আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এই সকল আন্দোলনকে অভিনন্দন জানাই। আমি সব ছাত্র নেতৃবৃন্দকে বলবো দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করা কোন অন্যায় নয়। কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশের শান্তি স্থাপন করুন।
কাদের সিদ্দিকী বলেন, আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই এবং তার এখন এক মুহূর্তে প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশে শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এইরকম হবে।
সারাবাংলা/এনআর/এনইউ