প্রধান উপদেষ্টার হাতে ২৭ দফতর
৯ আগস্ট ২০২৪ ১৩:১৭
ঢাকা: শপথের পরদিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছে মন্ত্রণালয় ও বিভাগসহ ২৭টি দফতর। বাকি উপদেষ্টাদের মধ্যে ড. সালেহ আহমেদকে দেওয়া হয়েছে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব। বাকি সবাইকে একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ও বাকি উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে যে ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছেন, তাদের সবাইকেই এই তালিকায় রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসকে যেসব মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন- শপথ নিয়েই আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস
প্রধান উপদেষ্টার হাতে থাকা অন্য দফতরগুলো হলো— নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের কাছে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে আরও ১৩ জন রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা হিসেবে শপথ নেন। ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা শপথ নিতে পারেন।
আরও পড়ুন-
- পরে শপথ নেবেন ৩ উপদেষ্টা
- ইউনূসকে অভিনন্দন নরেন্দ্র মোদির
- বঙ্গভবনে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস
- ভোট হবে, তার আগে রাষ্ট্র সংস্কার: নাহিদ
- রাতে শপথ, উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি
- প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
- ড. ইউনূস থাকবেন যমুনায়, উপদেষ্টারা মন্ত্রিপাড়ায়
- শপথ নিলো অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ইউনূস
- ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার, স্থান পেয়েছেন ২ সমন্বয়ক
- ভুয়া ভুয়া স্লোগান, বঙ্গভবনে ঢুকতে পারেননি মাহী বি চৌধুরী
- ‘সরকার প্রত্যেকের, সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার থাকবে’
- পশুশক্তির বিরুদ্ধে লড়েছি, তেমন যেন না হই: আসিফ নজরুল
- শপথ নিলো অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
- বাংলাদেশের ‘নতুন বিজয়ে’ তরুণদের প্রতি কৃতজ্ঞতা ড. ইউনূসের
- ৩ থেকে ৫ বছরের অন্তর্বর্তী সরকার ও ছাত্রপ্রতিনিধি চায় শিক্ষার্থীরা
- স্থান পেলেন ৪ নারী উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারে এবারই সর্বোচ্চ
- জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো কাজই অসম্ভব না: রিজওয়ানা হাসান
সারাবাংলা/টিআর
অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূস দফতর বণ্টন প্রধান উপদেষ্টা