Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ২০:২৫

কুয়াকাটা: লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৫ জেলে নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হলেও ট্রলারটি উদ্ধার করা যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর। তিনি জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে আসার রওনা হয়। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে জেলেদের উদ্ধার করে।

উপজেলার চরমন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।’

সারাবাংলা/আরআইআর/এমও

কুয়াকাটা লঘুচাপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর