Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১২:৪৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ১৫:২৮

ঢাকা: শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে আসামিদের পরিবারের সদস্যরা।

রোববার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ মানববন্ধন শুরু হয়। এতে আসামিদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা তার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতাদের ফাঁসি দিয়ে ক্ষমতা অব্যাহত রাখতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দি রাখা হয়েছে।

মানববন্ধন থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টপ নিউজ মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর