Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৪:১৪

নারায়ণগঞ্জ: জেলায় গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে কারখানার পেছনের দিকের ৫তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ৩৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস।

ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১১টি ইউনিট।

সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতরে আটকা পড়ে আছেন অনেক লোক। আটকা পড়াদের জন্য তাদের পরিবার-পরিজনের আহাজারিতে ভারি হয়ে উঠেছে কারখানা এলাকা।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের ব্যাপারটি জটিল হয়ে পড়েছে।

কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/এমও

কারখানায় আগুন গাজী টায়ার নারায়ণগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর