Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নতুন ডিজি ডা. নাজমুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২৩:১৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ০০:৪০

ঢাকা: স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে।

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে তার এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ছিলেন অধ্যাপক ডা. টিটো মিয়া। পারিবারিক সমস্যা দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছিলেন তিনি। পরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সারাবাংলা/এসবি/টিআর

অধ্যাপক ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর