Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর টাকা খরচ হবে বন্যার্তদের জন্য: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ১৩:১৫

ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে টাকা খরচ হতো, তা বন্যার্তদের জন্য খরচ করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বন্যায় যারা প্রাণ হারিয়েছেন এবং সাম্প্রতিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের কথা বিবেচনা করে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সারাদেশে সুবিধা মতো সময়ে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।’

‘প্রতিষ্ঠাবার্ষিকীর সব আলোচনা সভা ও কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে টাকাগুলো খরচ হত, সেগুলো আমরা বন্যার্তদের মাঝে সহযোগিতার জন্য ব্যবহার করব’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে ছাত্র জনতা দুর্দান্ত ভূমিকা পালন করেছে। বন্যা আঘাত করার পর থেকে জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে গিয়ে জনগণের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

রিজভী বলেন, ৫ আগস্টের পর দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বৈরাচারবিহীন নতুন পরিবেশে দিনযাপন যে কত আনন্দদায়ক, সেটি ৫ আগস্টের পর থেকে বোঝা যায়। ৫ আগস্টের পর সাধারণ মানুষ আশাবাদী হয়েছে। সামনে আমরা নির্বিঘ্নে কথা বলতে পারব, চলতে পারব। আমরা ভোট দিতে যাব, সেটির সঠিক প্রতিফলন হবে। কেউ ডাকাতের কায়দায় আমাদের ভোট ছিনিয়ে নিতে পারবে না। সভ্য সমাজ গড়ার উপাদানগুলি আজ সুস্পষ্ট হয়ে উঠছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মনে রাখতে হবে, ১৫ বছর ধরে একটি সরকার নির্দয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিজেদের লোকদের বসিয়ে রেখেছিল। সুতরাং মনে রাখতে হবে ফ্যাসিবাদের দোসররা কোনোভাবেই যেন তাদের এ টিম, বি টিম বা সি টিমের লোকদেরকে সেই জায়গাগুলাতে বসতে না পারে। ফ্যাসিবাদের দোসররা নানা কায়দায় রং ও বর্ণ পরিবর্তন করে বসার চেষ্টা করছে। এরা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে। এখনো কিছু জায়গায় স্বৈরাচারের দোসররা উইপোকার মতো অবস্থান নিয়েছে। এই উইপোকারা বটবৃক্ষ খেয়ে ফেলতে পারে।’

রিজভী বলেন, ‘তারা যদি আবার রং পরিবর্তন করে প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এসে বসে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র-জনতার যে প্রত্যাশা, সেটি ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে, এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সারাবাংলা/এজেড/এনইউ

টাকা প্রতিষ্ঠাবার্ষিকী বন্যার্ত বিএনপি রিজভী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর