সাংবাদিক সায়েম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
৩০ আগস্ট ২০২৪ ২১:৩৩
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আবু সায়েম হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে তার সন্তানরা মানববন্ধন করেছেন।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে সংবাদকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র এবং নিহত সাংবাদিক আবু সায়েমের দু’সন্তান আবু জোবায়ের রুদ্র ও আবু জাকারিয়া রণক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহাবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সামসুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র রিমন রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক আবু সায়েম দৈনিক সমকাল পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি নিজ বাড়িতে ২০১৫ সালের ৭ জুলাই রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই বিকালে তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের বিষয়ে জীবননগর থানায় একটি মামলা হয়। দীর্ঘদিন ধরে আদালতে তার বিচার কাজ ঝুলে আছে। এ হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুত করার দাবি জানানো হয়।’
উল্লেখ্য, সাংবাদিক আবু সায়েম জীবননগর উপজেলার পিয়ারাতলার বাচ্চু মোল্লার ছেলে। আবু সায়েম হত্যা মামলায় পুলিশ রাজিব সরকার ও সাইফুল ইসলাম শিপলু নামের দু’ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
সারাবাংলা/এমও