ভিয়েতনামে টাইফুন ইয়াগিতে মৃত বেড়ে ১৯৭
১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫
উত্তর ভিয়েতনামে তাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এ কথা জানায়।
কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাফতরিক রিপোর্টে বলেছেন, এতে প্রায় ১২৮ জন এখনো নিখোঁজ আছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী তাইফুন।
গত শনিবার (৭ সেপ্টেম্বর) ঘণ্টায় ১৪৯কিলোমিটারের বেশি গতিবেগে আঘাত হানার পর তাইফুনটি অনেক সেতু ভেঙে দিয়েছে, ভবনের ছাদে ফাটল ধরিয়েছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত করেছে।
এর ফলে দেশটির উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অনেকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করছে। হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি দুই হাজার ৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।
সারাবাংলা/ইআ