Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যাংক লুটেরাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৫

ঢাকা: ব্যাংক লুটেরাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

বিএবি চেয়ারম্যান বলেন, ‘সংস্কার চাইলে গঠিত টাস্কফোর্সকে কাজ করতে হবে ব্যাংকারদের নিয়েই। আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একসাথে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস।’

এদিকে, অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে ১৭ বছর পর বিএবির নেতৃত্বে পরিবর্তন এসেছে। ২০০৮ সাল থেকে টানা ১৭ বছর বিএবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এক্সিম ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশের সরকার পরিবর্তন হয়। রাজনৈতিক এই পটপরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ব্যাংক লুটেরা সম্পর্ক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর