Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক যমুনায়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮

ঢাকা: সফররত মার্কিন প্রতিনিধি দল বৈঠক করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শুরু হবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করতে পারে, সে বিষয়গুলো নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে।

গত ৮ আগস্ট অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের পর এটিই মার্কিন কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ভারতের সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতির বিভিন্ন বিষয় এ বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/জেআর/টিআর

ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড লু প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর