অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে যুক্তরাষ্ট্র
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮
ঢাকা: বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ জন্য বিভিন্ন বিষয়ে সহায়তা অব্যাহত থাকবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং অনুদান চুক্তি শেষে এসব কথা বলেন ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর।
তিনি বলেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারকে সহায়তা দিতে বাড়তি ২০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। এ জন্য চুক্তিটি নতুনভাবে করা হয়েছে। বাংলাদেশের সুশাসন, অর্থনেতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন খাতে সহায়তা অব্যাহত থাকবে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আগে যে অর্থায়ন ছিল তার অতিরিক্ত হিসেবে ২০০ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি।
পাচার টাকা ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে অনেক বিষয়েই আলাপ হয়েছে। পরে আমরা বিস্তারিত ব্রিফ করব।
আলোচনা শেষে অনুষ্ঠিত অনুদান চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরক্ত সচিব সালাহউদ্দিন এবং ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড জে. স্কেলিম্যান।
সারাবাংলা/জেজে/ইআ
অন্তর্ভুক্তিমূলক অর্থ উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন মার্কিন প্রতিনিধি দল