Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবরের হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ফরহাদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১০

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনে গুলি ও হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক মন্ত্রী ফরহাদকে। রোববার (১৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করতে পারে পুলিশ।

ফরহাদ হোসেন ২০১৪ সালের প্রথমবার সংসদ সদস্য হন মেহেরপুর-১ আসন থেকে। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করলে ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের নির্বাচন শেষে সরকার গঠনের পর তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছিল।

সারাবাংলা/ইউজে/টিআর

ফরহাদ হোসেন হত্যা মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর