Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরীর বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার মুসলিম উদ্দিন (৪৮) ওই এলাকার মো. মিয়ার ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান সারাবাংলাকে বলেন, খুনের শিকার মুসলিমের ওই এলাকায় একটি ভাঙ্গারি দোকান আছে বলে আমরা জানতে পেরেছি। ওখানেই স্থানীয় দুই যুবইকের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি হয়। এরপর তাদের মধ্যে একজন মুসলিমের কোমরের উপরে বাঁ পাশে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। ভিকটিমের পরিবার দাফন শেষে হয়তো মামলা করার জন্য আসবে। আমরা বিষয়টি তদন্ত করছি।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম ছুরিকাঘাতে নিহত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর