সোম-মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ
১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৪
বেনাপোল: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সবধরনের আমদানি-রফতনিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবারও (১৭ সেপ্টেম্বর) সবধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বেনাপোল সিএমএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান। তিনি জানান, সোমবার ও মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষ্যে দুই দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসে সরকারি ছুটি থাকায় বন্দরে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।’
সারাবাংলা/পিটিএম