‘গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতির কারণেই মব কালচারের বিস্তৃতি’
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫
ঢাকা: ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতির কারণেই মব কালচারের বিস্তৃতি ঘটছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি ভুল পদক্ষেপ। এ পরিপ্রেক্ষিতে বিচারহীনতার সংস্কৃতির প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।
রাকিবুল হাসান রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘণ্টা ধরে মারধর করে একজনকে হত্যার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে।’
তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবেই হত্যার সুযোগ নেই। কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহীর কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্থ হচ্ছে। সেইসঙ্গে গতকালের দুটি ঘটনায় প্রমাণিত হয়েছে ছাত্ররাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয়। গত কয়েক বছরের ফ্যাসিস্ট শাসনব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই খুনি মানসিকতা তৈরি করছে। তাই গোটা ব্যবস্থাটির সংস্কার প্রয়োজন।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘কোনো কিছু উপড়ে ফেলা সমাধান নয়। ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ছাত্র- জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকায় ছিল। আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।
সারাবাংলা/আরআইআর/পিটিএম
ছাত্রদল সভাপতি টপ নিউজ বিস্তৃতি মব কালচার রাকিবুল ইসলাম রাকিব