Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মাস ১৭ দিন পর ভারত থেকে আলু আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৫

দিনাজপুর: আমদানিতে শুল্ক কমায় ২ মাস ১৭ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের জলপাইগুঁড়ি থেকে এসব আলু আমদানি করছেন মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে আলু বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। এর আগে সর্বশেষ আলু আমদানি হয়েছিলো চলতি বছরের ৮ জুলাই।

বিজ্ঞাপন

প্রথম দিনে ২টি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে আর বন্দরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৩ টাকার মধ্যে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, ‘দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে আজ থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আলু আমদানি বাড়লে বাজারে দাম আরো কমে আসবে।’

সারাবাংলা/এমও

আলু আলু আমদানি দিনাজপুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর