ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮
আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ইনজুরি নিয়ে যখন মাঠ ছাড়েন তিনি, তখনই ধারণা হচ্ছিল বড় কোন চোট পেয়েছেন। তবে ম্যানচেস্টার সিটির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার রদ্রির ইনজুরি যে এতটা ভয়াবহ হবে সেটা হয়তো কেউ কল্পনা করেননি। সিটি কর্তৃপক্ষ ও কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন, এই মৌসুমে আর ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না রদ্রি!
গার্দিওলা জানিয়েছেন, রদ্রির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার লেগেছে, ‘রদ্রির অস্ত্রোপচার হয়েছে। এই মৌসুমে আর খেলতে পারবে না সে। এটা আমাদের জন্য সবচেয়ে খারাপ সংবাদ। তবে ফুটবলে এরকম হয়। আমাদের এটার সাথে মানিয়ে নিতে হবে। আশা করি সে দ্রুতই সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে পারবে।’
গত কয়েক মৌসুমে সিটির অজেয় ওঠার পেছনে রদ্রির অবদান বেশ বড়। পরিসংখ্যান বলছে, রদ্রি মাঠে থাকলে বেড়ে যায় সিটির জয়ের সম্ভাবনাও। রদ্রি মাঠে না নামাতেই গত মৌসুমে তিনটি ম্যাচে হেরেছিল সিটি।
গার্দিওলা বলছেন, রদ্রির বিকল্প কেউ হতে পারবেন না, ‘আসলে রদ্রির মতো কেউ নেই। তবে তার বিকল্প হওয়ার চেষ্টা করতে হবে অন্যদের। দল হিসেবে খেলেই আমাদের জিততে হবে। আশা করি অন্যরা তার শূন্যস্থান পূরণের চেষ্টা করবে।’
শেষ পর্যন্ত রদ্রি কবে সিটির গায়ে মাঠে ফিরতে পারবেন, সেটা নিশ্চিতভাবে কেউই জানাতে পারেননি।
সারাবাংলা/এফএম