লিগে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল বার্সা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৪
লা লিগায় এবারের মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বার্সেলোনা। টানা ৭ ম্যাচ জিতে উড়তে থাকা বার্সাকে মাটিতে নামিয়ে আনল ওসাসুনা। নিজেদের মাঠে বার্সাকে ৪-২ গোলে হারিয়ে এবারের মৌসুমে কাতালানদের প্রথম হারের স্বাদ দিল ওসাসুনা। এই ম্যাচে হেরেও অবশ্য লিগের শীর্ষেই আছে বার্সা।
ইনজুরিতে জর্জরিত বার্সা ওসাসুনার মাঠে নিজেদের বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই প্রথম একাদশে রাখেনি ইয়ামাল-রাফিনহাদের। তবে দারুণ ফর্মে থাকা এই দুজনের অভাব ভালোভাবেই টের পেয়েছে বার্সা। ম্যাচের ১৮ মিনিটের মাথায় বার্সাকে চমকে দিয়ে এগিয়ে যায় ওসাসুনা। জারাগোজার বাড়ানো বলে দলকে লিড এনে দেন আন্তে বুদিমির।
২৮ মিনিটে লিড দ্বিগুণ করেন জারাগোজা। ইবানেজের অ্যাসস্টে দারুণ এক শটে ওসাসুনাকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ওসাসুনা।
বিরতির ঠিক পরেই এক গোল শোধ করে বার্সা। ওসাসুনা রক্ষণভাগের ভুলে বল পেয়ে পাউ ভিক্টর গোল করে ম্যাচে ফেরান বার্সাকে। কিছুক্ষণের মাঝেই ইয়ামাল, রাফিনহাকে মাঠে নামান ফ্লিক। ৬৬ মিনিটে বার্সাকে সমতা ফেরানোর দারুণ সুযোগ নষ্ট করেন তোরেস।
৭২ মিনিটে আবার দুই গোলের লিড ফিরে পায় ওসাসুনা। পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোল পান বুদিমির। ৮৫ মিনিটে চতুর্থ গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ওসাসুনা। ব্রেতোনেসের চোখ ধাঁধানো এক শটে ৪-১ গোলের লিড পায় তারা। ৮৯ মিনিটে ব্যবধান কমেছে ইয়ামালের গোলে।
শেষ পর্যন্ত ৪-২ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ওসাসুনা। এই হারে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল কাতালানরা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
বিস্তারিত আসছে…
সারাবাংলা/এফএম