Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তপ্ত মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে রুখে দিল অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১০:২০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৮

লা লিগায় টানা ৪ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রিয়াল। মাদ্রিদ ডার্বিতে জিতলেই বার্সার আরও কাছে চলে যাওয়ার সুযোগ ছিল আনচেলত্তির দলের সামনে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উত্তপ্ত এক মাদ্রিদ ডার্বিতে এগিয়ে গিয়েও ৯৫ মিনিটের মাথায় গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে রিয়াল। ১-১ গোলের ড্র নিয়ে খুশি থাকতে হয়েছে রিয়াল ও অ্যাটলেটিকোকে।

মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচের প্রথম হাফে তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে তাই গোলশূন্য অবস্থাতেই হাফ টাইমে গেছে রিয়াল-অ্যাটলেটিকো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অ্যাটলেটিকোর রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেননি রিয়াল ফরোয়ার্ডরা। ৬৪ মিনিটে এর সুফলও আসে। ভিনিসিয়াস জুনিয়রের দেওয়া পাসে বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে দলকে এগিয়ে দেন এডার মিলিতাও। রিয়ালের এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ গ্যালারি থেকে রিয়াল ফুটবলারদের লক্ষ্য করে নানা ধরনের বস্তু ছুঁড়ে মারতে থাকেন অ্যাটলেটিকোর কিছু সমর্থক।

বিজ্ঞাপন

এই ঘটনায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন রেফারি। সমর্থকদের এমন কাণ্ডে কিছু সময়ের জন্য মাঠ ছেড়ে বের হয়ে যান রিয়াল ফুটবলাররাও। অ্যাটলেটিকো কোচ ও ফুটবলাররা নিজেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন।

খেলা আবার শুরু হলে গোল শোধে মরিয়া অ্যাটলেটিকো একের পর এক আক্রমণ সাজায়। ৮৩ মিনিটে ডি পলের শট দারুণভাবে বাঁচিয়ে দেন রিয়াল কিপার। ৯৫ মিনিটে অবশ্য আর অ্যাটলেটিকোকে আটকাতে পারেনি রিয়াল। গালানের অ্যাসিস্টে কোরেয়ার গোলে সমতা ফেরায় অ্যাটলেটিকো। তবে প্রথমে অফসাইডের অভিযোগে গোল বাতিল হলেও ভিএআরের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত জানান রেফারি। এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুক্ষণ রেফারির সাথে তর্কও হয়েছে রিয়াল ফুটবলারদের।

শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল রিয়াল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো।

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর