Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের অবসরের ব্যাপারে আগেই জানতেন মিরাজ!

স্পোর্টস ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ০৯:০৭

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই সবাইকে চমকে দিয়ে সাকিব আল হাসান ঘোষণা করেছিলেন, টি-২০ ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন তিনি। তার অবসরের ঘোষণায় সমর্থকরা খানিকটা অবাক হলেও বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ বলছেন, সাকিবের অবসর নেওয়ার ব্যাপারটা আগে থেকেই জানতেন তারা।

কানপুর টেস্টের আগের দিন সাকিব জানিয়েছিলেন, টি-২০ ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চান তিনি। তবে দেশে ফেরা নিয়ে শঙ্কা থাকায় কানপুর টেস্টই হতে পারে সাকিবের শেষ টেস্ট ।

বিজ্ঞাপন

ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মিরাজ। সেখানে তিনি জানিয়েছেন, সাকিবের অবসরের ব্যাপারে আগেই জানতেন তারা, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা আমরা আগে থেকেই জানতাম। এমন না যে হুট করে সে এটা বলেছে। এটা একটা প্রসেসের ব্যাপার। টিম ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, সবার সাথেই আলোচনা হয়েছে।’

মিরাজও চান সাকিব বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলেই অবসর নিক, ‘এটা তার একটা স্বপ্ন। তিনি তার শেষটা দেশের মাটিতেই চেয়েছেন। যেহেতু একটা ইস্যু আছে, সেহেতু কীভাবে কি হবে সেটা নিয়ে তিনি ভাববেন। যদি ক্লিয়ারেন্স পান তাহলে বাংলাদেশেই তার শেষটা হবে।’

চতুর্থ দিনে বোলিংয়ে নেমে ভারতের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ মিরাজ, ‘তিনি খুবই ভালো বোলিং করেছেন। বিশেষ করে এই উইকেটে। উনার তো অনেক অভিজ্ঞতা আছে। ভারত টি-২০ মেজাজে খেলেছে। তিনি অনেক টি-২০ খেলেছেন এবং এই ব্যাপারটা ধরতে পেরেছেন বলেই সাফল্য এসেছে। প্রথম ওভারেই তিনি এটা ধরতে পেরেছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অবসর সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর