Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে প্রতিরোধ করা হবে’

স্পেশাল করেসপডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ২০:১১

ঢাকা: চট্টগ্রাম বন্দর পরিচালনার ভার বিদেশিদের হাতে দিলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ এলডিপির (লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতন হলেও এর প্রতিনিধিরা যেন এখনো রয়ে গেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি একটি আয়বর্ধক টার্মিনাল। এতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে যথেষ্ট বিনিয়োগ রয়েছে। টার্মিনালটি দেশীয় অপারেটর দ্বারা সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে। এই মুহুর্তে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নাই এবং বিনিয়োগের কোনো সুযোগও নাই। গত সরকার টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পাঁয়তারা করেছিল। সরকার পরিবর্তনের পরেও পূর্বের ফ্যাসিবাদী সরকারের দোসররা কোনো একটি নির্দিষ্ট মহলের ওপর ভর করে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্তে লিপ্ত আছে। এখান থেকে বর্তমান সরকারকে সরে আসতে হবে।’

শাহাদাত হোসেন সেলিম আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা বেকার হয়ে পড়বে এবং শ্রমিক অসন্তোসসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে। বতর্মানে চট্টগ্রাম বন্দর দেশীয় বার্থ অপারেটর ও টার্মিনাল অপারেটর দ্বারা অপারেশনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের বন্দর পরিচালনায় দীর্ঘ ৩০/৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তাদের দেশীয় ও আন্তর্জাতিকমানের টার্মিনাল পরিচালনার সক্ষমতা রয়েছে। তাদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কোনভাবেই অবজ্ঞা করার অবকাশ নেই।’

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের মুখপাত্র সেলিম বলেন, ‘সম্প্রতি সরকারের পক্ষ থেকে বিদেশী একটি প্রতিষ্ঠানের কাছে নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি তুলে দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে অন্তবর্তীকালীন সরকার। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই। তবে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দিয়ে অন্য জায়গায় বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন টার্মিনাল করতে পারে।’

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকেই এনসিটি পরিচালনার ভার দিতে চেয়েছিল আওয়ামীলীগ সরকার। এখন সেই সরকারের প্রতিনিধিত্ব করা হচ্ছে কি সেই একই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে? আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়েছিল। তাতে লাভ হতো সালমানের। ফলে অবিলম্বে দেশবিরোধী এই চক্রান্ত থেকে সরে না এলে আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি দিতে বাধ্য হব।’

সারাবাংলা/এজেড/এইচআই

এলডিপি চট্টগ্রাম বন্দর শাহাদাত হোসেন সেলিম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর