Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৪ ১৬:৩৭

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইমন (২৮)। তিনি বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনীতে থাকতেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দলীয় কোন্দল ও আধিপত্যের জেরে ঝান্টু ও সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ইমন সবুজ গ্রুপের সঙ্গে ছিলেন। সংঘর্ষের পর সবুজের লোকজন চলে গেলে ঝান্টুর কর্মীরা ইমনকে পেয়ে মারধর করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া বায়েজিদ বোস্তামী থানার উপ পরিদর্শক (এস আই) নাছির উদ্দিন মিয়াজী বলেন, ‘সংঘর্ষের ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি সেখানে যাই। এসময় তারা আমার গাড়িতেও ভাংচুর করে। আধিপত্যের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।’

সারাবাংলা/আইসি/এনজে

বিএনপি যুবলীগ

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩৪
২ ডিসেম্বর ২০২৪ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর