Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসের হার, জিপিএ— বরিশালে সবখানেই এগিয়ে মেয়েরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১২:১০

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রতিবারের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এর হারে এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

অরুন কুমার গাইন জানান, বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে চার হাজার ১৬৭ জন শিক্ষার্থী। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা।

তিনি আরও বলেন, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৯৯৩ জন ও ছাত্রী ৩৪ হাজার ৯৪ জন। পাস করেছে ৫৪ হাজার ৮৯ জন। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন ও ছাত্রী ২৯ হাজার ৭২২ জন।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ। আর এবা‌র জিপিএ ৫ বেড়েছে ১৭৪টি। এ বছর কোনো কলেজে শতভাগ ফেল না থাকলেও ২১টি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ রয়েছে।

সারাবাংলা/এমপি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ২০২৪ বরিশাল

বিজ্ঞাপন

'রিয়ালকে ভয় পায় না এসি মিলান'
৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৪

আরো

সম্পর্কিত খবর