চট্টগ্রামে ৫ বছরে সর্বনিম্ন পাসের হার
১৫ অক্টোবর ২০২৪ ১৭:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, যা পাঁচ বছরে সর্বনিম্ন। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ৭৪ হাজার ১২৫ ও ফেল করেছেন ৩১ হাজার ২৯১ জন শিক্ষার্থী।
শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, চট্টগ্রামে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৪৫, ২০২২ সালে ৮০ দশমিক ৫০, ২০২১ সালে ৮৯ দশমিক ৩৯ এবং করোনাকালে ২০২০ সালে অটোপাস পদ্ধতিতে শতভাগ পাসের হার ছিল।
জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘এবার দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সব বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি। যদি সব বিষয়ে পরীক্ষা নেওয়া যেতো তাহলে ভালো হতো। ম্যাপিং করার কারণে জিপিএ-৫ বাড়লেও পাসের হার কমেছে।’
এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
এবার ২৮২টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার কেন্দ্র ছিল ১১৫টি। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন।
বেড়েছে জিপিএ-৫
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। ২০২৩ সালে পেয়েছিল ৬ হাজার ৩৩৯ শিক্ষার্থী।
এবার এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪১৬ পরিক্ষার্থী উপস্থিত ছিলেন। ৮৮২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৩৩৩ ও ছাত্র ৪৮ হাজার ৮৩। ছাত্রীর পাসের হার ৭২ দশমিক ৪৯ ও ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৭ হাজার ৬৯৭ জন। বহিষ্কৃত হয়েছে ১৮ পরিক্ষার্থী।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ছাত্রীরা পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে আছে। ছাত্র পাসের হার যেখানে ৭৭ দশমিক ৭২ শতাংশ সেখানে ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০ জন ও ছাত্রী ৫ হাজার ৭৫৯।
এদিকে বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।
১৩ কলেজে শতভাগ, ৫টিতে সবাই ফেল
চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের ২৮২টি কলেজের মধ্যে শতভাগ পাস করেছে মাত্র ১৩টি কলেজের শিক্ষার্থীরা। এছাড়া পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি।
শতভাগ পাস প্রতিষ্ঠানগুলো হলো- চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ, চট্টগ্রাম বন্দর কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সীতাকুন্ডের বাড়বকুন্ড হাই স্কুল এন্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, আনোয়ারার কাফকো স্কুল এন্ড কলেজ, সেন্ট্রাল পাবলিক কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো কলেজ, রাঙামাটির জুরাছড়ি উপজেলার শলক কলেজ ও কক্সবাজারের বিআইএম ল্যাবরেটরি (ইংলিশ মিডিয়াম) স্কুল এন্ড কলেজ ।
এদিকে পাসের হার শূন্য পাঁচ কলেজের মধ্যে তিনটি উপজেলার আর দুটি মহানগরের। কলেজগুলো হলো- হাটহাজারীর রহিমপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রাউজানের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ, হালিশহর সেন্ট্রাল কলেজ, পাঁচলাইশের চট্টগ্রাম জেলা কলেজ ও কক্সবাজারের চকরিয়া কমার্স কলেজ।
তিন পার্বত্য জেলায় রাঙামাটি এগিয়ে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলার মধ্যে পাসের হারে এগিয়ে আছে রাঙামাটি। রাঙামাটিতে এ বছর পাসের হার ৬০ দশমিক ৩২। খাগড়াছড়িতে সবচেয়ে কম, ৫৯ দশমিক ৬৩। অন্যদিকে বান্দরবানে পাসের হার ৫৯ দশমিক ৯০।
সারাবাংলা/আইসি/এসআর
১৩ কলেজে শতভাগ ৫টিতে সবাই ফেল চট্টগ্রামে পাসের হার বেড়েছে জিপিএ-৫ রাঙামাটি এগিয়ে