Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৬:১০

বান্দরবান : বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা নীতি অনুশীলন করেন।

বিজ্ঞাপন

দিনটি উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিনব্যাপী সকাল থেকে চলছে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন সহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও বৌদ্ধ নারী-পুরুষরা পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড (আহার) দান অনুষ্ঠিত হয়। এছাড়া আগতরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।

এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি থের, বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষু।

অনুষ্ঠানে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেশান্ত বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি সুজিত বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন কুমার বড়ুয়া, ভান্ডার রক্ষক সম্পাদক ও প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি নিপু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব বড়ূয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ূয়া ছোটনসহ উপাসক-উপাসিকা এবং দায়ক-দায়িকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এইদিন সন্ধ্যায় আকাশে রঙ্গিন ফানুস উড়ানো হবে বলে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

বিজ্ঞাপন

প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বুধবার বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বী বড়ুয়া সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা পালন করছে আর আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে মারমা সম্প্রদায় দুইদিনব্যাপী প্রবারণা পূর্ণিমা (মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ) পালন করবে।

সারাবাংলা/এসআর

প্রবারণা পূর্ণিমা বান্দরবান বৌদ্ধ ধর্মাবলম্বী

বিজ্ঞাপন
সর্বশেষ

সেন্সরে জমা পড়লো ’৩৬–২৪–৩৬’
১৬ অক্টোবর ২০২৪ ১৬:১১

ইংল্যান্ডের নতুন কোচ টুখেল
১৬ অক্টোবর ২০২৪ ১৫:২২

সম্পর্কিত খবর