শীত না এলেও কুয়াশা এসে গেছে
সারাবাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪ ১৮:০২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৮:৫৬
১৬ অক্টোবর ২০২৪ ১৮:০২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৮:৫৬
আজ আশ্বিনের শেষ দিন। যে মাসটিতে শীতের আগমনী অনুভব ‘গা শিন শিন’ করার কথা, সেখানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে কয়েকদিন ধরেই। বঙ্গাব্দের আরেকটি মাস কার্তিক শুরু হবে কাল। কিন্তু আবহাওয়ার পূ্র্বাভাস বলছে, পুরো অক্টোবর জুড়েই মেঘ-সূর্যের লুকোচুরি চলবে, সেইসঙ্গে থাকতে পারে ঝড়-বৃষ্টিও। এদিকে, ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করলেও শীতের আবেশ পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। আজ ভ্যাপসা গরমের মধ্যেও সারাদিন রাজধানী ছিল কুয়াশায় ঢাকা। সেই কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশের ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/পিটিএম