Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপিতে একদিনেই ১২০০ গাড়ির বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৩

ঢাকা: ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ১ হাজার ২১৩টি মামলা দিয়েছে ডিএমপি। এতে ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এ ছাড়া ৫৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় মামলাগুলো হয়েছে এবং জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/ইউজে/এসডব্লিউআর

ট্রাফিক আইন লঙ্ঘন ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর