Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ২ বাসের চাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) বেলা ৩টার দিকে যাত্রাবাড়ীর গোমতী পেট্রোল পাম্পের ভিতরে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পরিবহন শ্রমিক মো. বাবু জানান, ওই পাম্পের কর্মচারী এই যুবক। তবে তার নাম জানেন না তিনি। পাম্পের ভিতরে ঢুকতে কয়েকটি বাস সিরিয়ালে ছিলো। তখন ইলিশ পরিবহনের বাসের চালক পিছনের দিকে যাচ্ছিল। এই বাসের পেছনে দাঁড়িয়ে থাকা বিএমএফ নামের অপর একটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

বিজ্ঞাপন

বাবু আরও জানান, আহত ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি