Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১২:৪৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:০৪

কক্সবাজার: এর চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানিয়েছেন, রাতে পার্শ্ববর্তী রিজার্ভ পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় প্রবেশ করে। এই খবর পেয়ে পাড়ার অন্য লোকদের মতো তাহেরাও হাতি দেখতে ঘর থেকে বের হয়। রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এ সময় হাতি তাহেরাকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি বলেন, ‘এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছি। বিষয়টি ঊর্ধ্বতন দফতরেও অবহিত করেছি।’

সারাবাংলা/এসডব্লিউআর

আক্রমণ বন্যহা‌তি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর