Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদের বঙ্গভবনে ঢোকার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ২১:১০

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থী বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর পর তারা পিছু হটে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে তারা এদিন বিকেল থেকে বিক্ষোভ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আন্দোলনকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে জোর করে ঢুকে পড়ে। তবে বঙ্গভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী এপিসি থেকে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিক্ষার্থীরা পিছু হটতে বাধ্য হয়। এর পর আন্দোলনকারীদের ব্যারিকেডের বাইরে এনে পুলিশ ফের ব্যারিকেড আটকে দেয়।

পুলিশের দাবি, বঙ্গভবনের ভেতরে কেউ যেতে পারেনি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার সাঈদ বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আন্দোলনকারীরা ব্যারিকেডের বাইরে বিক্ষোভ করছে। আর ব্যারিকেডের ভেতরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ বঙ্গভবন সাউন্ড গ্রেনেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর