Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আটক ৫০

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৯:০৩

ঢাকা: ফল বাতিল চেয়ে পুলিশি বাধা ডিঙ্গিয়ে সচিবালয়ে ঢুকে পড়া এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ৫০ জন শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।

সচিবালয়ের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, এইচএসসির ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন। সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন, এ ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়। ৬ নম্বর ভবনের সামনে সেখানে বসে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের দিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। এ সময় সেনাবাহিনী ও পুলিশ অন্তত ৫০জনকে আটক করেন।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম সারাবাংলাকে বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফল `বৈষম্য’ হয়েছে এমন দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আন্দোলনরতদের মধ্যে ৫০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/এসআর

শিক্ষার্থীরা আটক সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর