Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নিষিদ্ধ: চবিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

চবি করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ০২:০৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ০০:০৫

চট্টগ্রাম ব্যুরো: ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে মিছিল বের হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদেরকে ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘পালাইছেরে পালাইছে, ছাত্রলীগ পালাইছে’, ফ্যাসিবাদের সঙ্গী, ছাত্রলীগ জঙ্গি’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সারাবাংলাকে বলেন, ‘ছাত্রলীগ এতদিন পুরো ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সবাই অতিষ্ঠ ছিল। আজ ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই আনন্দে আমরা বিজয় মিছিল করছি।’

সারাবাংলা/এমআর/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর