গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৬:০৩
২৪ অক্টোবর ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৬:০৩
মেহেরপুর: জেলার গাংনী এলাঙ্গি গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম তালহা। গাংনীর এলাঙ্গি গ্রামের গোরস্থান পাড়ার উজ্জল তার পিতা।
গ্রামের বাসিন্দা তানভীর আহমেদ তুহিন জানান, তালহা সকালে নানাবাড়ি থেকে বেরিয়ে আর ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে দুপুরে তালহার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা তালহাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনজে