Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে যাত্রীবাহী ২ বাসের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৭:২২

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম(৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৭ জন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা। ঘটনাটি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষণা করেন।
বাকি আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান, ‘ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহী দুটি বাস ওভার্টেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। পবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।’

সারাবাংলা/এইচআই

নরসিংদী বাসের সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর