রাষ্ট্রপতি দায়িত্ব পালনের অধিকার হারিয়েছে: সারজিস
২৬ অক্টোবর ২০২৪ ১৮:৩১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২১:৪৩
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বর্তমান রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে একেকবার একেক কথা বলেছেন। এতে করে গণঅভ্যুত্থানে গঠিত নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।’
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।
আলোচনা সভায় সারজিস আলম বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে এখনো স্বৈরাচারের দোসররা অবস্থান করছেন। এখনো যুদ্ধ শেষ হয়নি, এই স্বৈরাচারীদের বিরুদ্ধে আমরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছি। সবাইকে নিয়ে নিজ নিজ জায়গা থেকে স্বৈরাচার দমনে ভূমিকা রাখতে হবে।’
তিনি বলেন, ‘রংপুরের মাটি থেকেই গণঅভ্যুত্থানের সেই সূত্রপাত ঘটেছিল। এই রংপুরে কখনোই বৈষম্য থাকবে না। দেশের মধ্যে যদি প্রথম কোন অঞ্চলের উন্নয়ন ঘটে এই রংপুরের উন্নয়ন ঘটবে সর্বপ্রথম।’
সবাইকে নিজ নিজ জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে স্বৈরাচারের অন্যতম দোসর রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র নিয়ে একেকবার একেক কথা বলেছেন, এতে করে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা চেষ্টা করছি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতির পদমর্যাদায় নিয়ে আসতে যিনি জুলাই আন্দোলনকে ধারণ করেন।’
সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে জাতীয় পার্টি অবাঞ্ছিত ঘোষণা করেছে রংপুরে— এমন প্রসঙ্গে সার্বিক আলম বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে ভাবনার মত সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেই। তারা স্বৈরাচারের অন্যতম দোসর ছিল। তারা বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেয়ার কারণে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এসব স্বৈরাচারের দোসরদেরকে বলতে চাই বৈষম্যবিরোধী এই রাষ্ট্রে আপনাদের কোন জায়গা নেই।’
সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী ঘোষণা দিয়ে বলেন, ‘আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ যাদের সম্পৃক্ততা আছে তারা বেগম রোকেয়া হিসেবে কোনদিন থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের মধ্যে যারা কর্মরত আছেন তাদেরকে চাকরি যুক্ত করা হবে।’
সারাবাংলা/এইচআই
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারজিস আলম