Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার জয়যাত্রা ধরে রাখতে প্রত্যয়ী ফ্লিক

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪ ১১:৩২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১১:৩৪

বার্সার জয়ে উচ্ছ্বসিত ফ্লিক

তার দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গেছে বার্সেলোনার খেলার ধরন। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ, দুই টুর্নামেন্টেই রীতিমত উড়ছে হ্যান্সি ফ্লিকের বার্সা। বায়ার্ন মিউনিখকে বিধ্বস্ত করার পর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকেও ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলছেন, যে জয়যাত্রা চলছে সেটাকে ধরে রাখতে বধ্য পরিকর তার দল।

লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত আছে বার্সা। ১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে আছেন তারা। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হোঁচট খেলেও পরের দুই ম্যাচে দাপটের সাথেই জিতেছেন তারা। বিশেষ করে সবশেষ ম্যাচে বায়ার্নকে ৯ বছর পর হারানোর স্বাদ পেয়েছেন ইয়ামালরা। এরপর গত রাতের ক্লাসিকোকে রিয়ালকে তাদের মাঠেই ৪ গোল দিয়ে বড় জয় তুলে নিয়েছে বার্সা।

বিজ্ঞাপন

রিয়ালকে হারিয়ে উচ্ছ্বসিত ফ্লিক বলছেন, জয়রথ ধরে রাখাই তাদের মূল লক্ষ্য, ‘আমরা এই মৌসুমে দারুণ শুরু পেয়েছি। একটা জয়ের ধারায় প্রবেশ করেছি, স্তাকে ধরে রাখাই মূল লক্ষ্য। আমরা যে পরিকল্পনা নিয়ে খেলছি সেটাকে এগিয়ে নিতে চাই। দারুণ একটা জয় পেয়েছি আমরা। দলের ফুটবলাররাও ভালো মুডে আছেন, আমি তাদের দুই দিনের ছুটিও দিয়েছি! তবে শুধু উদযাপন করলেই চলবে না, পরের ম্যাচগুলো নিয়েও ভাবতে হবে।’

বার্সার হাইলাইন ডিফেন্সের সুবাদে বারবারই অফসাইডের ফাঁদে পড়েছেন রিয়াল ফরোয়ার্ডরা। অফসাইডের কারণে বাতিল হয়েছে এমবাপের দুই গোলও। রক্ষণভাগের এমন লাইন ধরে রাখায় খুশি ফ্লিক, ‘দলের ফরোয়ার্ডরা দারুণ খেলেছে। তবে ডিফেন্সের কথাও আলাদাভাবে বলতে হয়। সব মিলিয়েই দল হিসেবে আমরা দুর্দান্ত পারফর্ম করেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর